আরবি প্রবাদ বাক্য, আরবি টু বাংলা, ৩য় পাঠ

 আরবি প্রবাদ বাক্য- পাঠ তৃতীয় পাঠ


প্রবাদ বাক্যঃ

1১১.  ما خاب من استشار 

            যে পরামর্শ করে সে ব্যর্থ হয় না

২২.  الصبر مر والعاقبة حلوة

            সবরে মেওয়া ফলে

৩৩. জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না


যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি  কর সাফল্যের সিঁড়ি

৪   ৪. انك لاتجني من الشوق العنب

নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করো না

5৫. السر امانة

        গোপন কথা এক প্রকার এবাদত

6 ৬.    المعذرة طرف من البخل

        ওজর আপত্তি এক প্রকার কৃপনতা

7.    .اول تلجزم السشورة

        বুদ্ধিমানের প্রথম কাজ হলো পরামর্শ করা

8. ৮. المرء بخبيله

        মানুষ তার বন্ধু দ্বারা পরিচিত হয়

9. ৯.  خالف تذكر       

           কিছু রেখে যাও স্মৃতি হবে

১০.  كل فتاة بابيها معجبة

    প্রত্যেক তরুণী তার পিতার নিকট সুন্দরী

১১.           كل جديد لذيذ

প্রত্যেক নতুনের আলাদা স্বাদ আছে

১২.           من كثر اهجر

    বাচালের ভুল বেশি

১৩.           انصر اخاك ظالما او مظالوما

    ভাই জালেম বা মাজলুম হোক তাকে সাহায্য কর

১৪.           ان للحيطان اذان

    দেয়ালেরও কান আছে

১৫.           كل عمل ثواب

    প্রত্যেক কাজের প্রতিদান আছে

১৬.           اكذب داء الصدق دواء

    মিথ্যা এক প্রকার রোগ সত্য তার প্রতিশেধক

১৭.     ترك الذنب ايسر من طلب التوبة

    তাওবা করার চাইতে পাপ পরিত্যাগ করা ভাল।

১৮.        جوع كلبك يتبعك

    কুকুরকে ভূখা রাখ, অনুগত থাকবে।

১৯.        تضرع الي الطبيب قبل ان تمرض

    রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই ডাক্তারের কাছে দৌড়াও।


কোন প্রকার ভুল হলে ধনিয়ে দিয়েন, পর্বর্তীতে চেষ্টা করবো যাতে ভুল না হয়। 

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.